Corona Update @12am । 28 March 2020

38
87



Enjoy and stay connected with us:

Subscribe to Jamuna Television on

YouTube

Like Jamuna Television on

Facebook

Follow Jamuna Television on

Twitter

For More update visit

#JamunaTV #Coronavirus #COVID19

Nguồn:https://dantrionline.com.vn/


https://danhnhan.vn/suc-khoe

38 COMMENTS

  1. Young generations (15-27) yrs. are not careful and conscious about the restrictions of corona virus . The total situation is negative still the youths gathering , gossiping, playing and walking here and there. They're not so serious about their family members father, mother and oldest grand parents health. How can we stop them going out.?

  2. আজ ইতালিতে মৃত্যুর সংখ্যা ৮৮৯ জন,
    মোট মৃত্যু =১০০২৩ জন,
    নতুন আক্রান্ত = ৫৯৭৪ জন,
    মোট আক্রান্ত = ৯২৪৭২ জন,
    আজ সুস্থ হয়েছেন =১৪৩৪ জন,
    আল্লাহ তুমি ইতালি সহ পৃথিবীর
    দেশ কে হেফাজত করো।

  3. আল্লাহ আমাদের রক্ষা করূক। সবাই আল্লাহর কাছে মাফ চান। এবং সবার জন্য দোয়া করেন

  4. মানুষের সাথে বল প্রয়োগ করে কি হবে ? পারলে ভাইরাসের বিপক্ষে বল প্রয়োগ করুন ।

  5. মানুষের সাথে বল প্রয়োগ করে কি হবে? যদি পারে তো ভাইরাসের বিপক্ষে বল প্রয়োগ করে দেখাক।
    আক্রান্ত ব্যাক্তি যে সে এমনিতেই ভীত, আর সে যদি পরিবারের আয় সক্ষম প্রধান ব্যক্তি হয়ে থাকে তাহলে তার উপর যে নেমে আসে এই উপলব্ধি না আছে সরকারের, না আছে সরকারের অনুগত যারা তাদের।
    একটি মাস্ক দিতে পারে না যে সরকার তার কি এমন অধিকার আছে জনগনের উপর বল প্রয়োগ করার।
    সারা পৃথিবীতে যখন ভাইরাস ছড়াতে শুরু হয়ে গেছে তখন এই দেশে চলছে মুর্তিপুজার আয়োজন। নিজেদের আবার দাবী করে মুসলিম।
    বাংলাদেশে আক্রান্ত ব্যাক্তি সুস্থ হয়ে ফেরত যাচ্ছে এমন উদ্ভট কথা কিভাবে বলে প্রেস ব্রিফিং এ? যদি করোনায় আক্রান্ত রা সুস্থ হয় তাহলে কি প্রয়োগ করে হলো সেটা কেনো বিশ্বকে জানানো হচ্ছে না? ইতালিতে মরছেই শুধু। তাদের বলা হোক কি ভাবে বাংলাদেশের মানুষ সুস্থ হয়ে ফেরত যাচ্ছে।
    সাধারণ ঠান্ডায় আক্রান্ত যে ছিলো সে সুস্থ হচ্ছে বেশি হলে। মিথ্যা সংবাদ প্রচার করে মানুষকে মিথ্যা আশাবাদী বানানোর ফলাফল হীতে বিপরীত হতে পারে।

  6. বাই আপনারা, রুগি মারা গেলে,সৎকারের কথা বলে কেনো,দাফনের কথা বলতে বয় পায়নাকি এটা একটু ভালো বাবে জানন্তে চাই,আরো একটি idcr কল পতিদিন,৩০০০,৩০১০-১৫,কল আসে একথাকি এদেশের জনগন বিশাস করে,আরো একটি বিসয় আকরান্ত বেকতির পরিচ গোপন রাকতে বলা হয়,কেনো এরুগি কি আসমান থেকে এসেছে নাকি,সে রাস্তার মানুয,তালে কেউ চিনবে না,কেনো এতো লুকচুরি

  7. করোনা প্রতিরোধে ভোলান্টিয়ার নিয়োগ একান্ত জরুরি। PPE ও প্রয়োজনীয় medicine এর ব্যাবস্থা করলে আমরা (যুব সমাজ) এগিয়ে আসবো।

  8. করোনা(Covid-19) ভাইরাস নিয়ে এই প্রশ্ন কি আপনার জানা আছে ?
    https://youtu.be/8u3jx1UD9Og

  9. যমুনা টিভির সাংবাদিকদের কে অনুরোধ করছি। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এখনো পর্যন্ত অনেক দোকানপাট খোলা আছে আপনারা সেখানে ব্যবস্থা নিন।ওই এলাকায় অনেক বিদেশ ফেরত মানুষ আছে। তারা কি করছে সেই খেয়াল সশস্ত্রবাহিনীকে রাখতে বলেন। না হলে কভিড ১৯ খুব বেশি ছড়াবে সেইখানে। আমি চাইনা আমার এলাকার কোন মানুষ কভিড ১৯ এ আক্রান্ত হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি সঠিক ব্যবস্থা না নেন তাহলে এই রোগ হয়তো মহামারীতে রূপ নেবে বাংলাদেশেও। তাই যা করার এখনই করেন। পরে করে কোন লাভ হবে না।

  10. এটা আল্লাহর গজব আমাদের পাপের কারনে, এমহিলাকে সরিয়ে একজন পুরুষ মানুষ বসিয়ে বৃপিং করান,নাহলে করোনা আরো বেসি হতে পারে,বুড়ো বয়োসে মাকস ছাড়া সেজে গুজে ডং দেখিয়ে যে ভাবে কথা বলচে দেখে রাগ হয়, এসব ডংগের কারনেই আজ গজব এসেছে, আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি,আল্লাহ যেন আমাদের খমা করে,,,।

  11. গার্মেন্টস কম্পানি গুলো কি বন্ধ করা হবেনা।

  12. ১০ টাকা কেজি দরে চাউল নিম্ন আয়ের মানুষকে দেওয়া হয় না, নেতারা টাকা নিয়ে বিক্রি করে দেয় অন্যদের কাছে।

  13. it is not a capital city, not Washington DC!!!!!!……. Washington is another state on the west coast of USA…..so many wrong news…

  14. কোন মসজিদই বন্ধ করা ঠিক হবে না।কারণ,মসজিদেরও একটা হক আছে।প্রশাসনের উচিত মসজিদে প্রবেশের আগে মানুষকে জীবাণুমুক্ত করা আর নামায শেষে প্রতি পাচবারি জীবাণুনাশক প্রয়োগ করা মসজিদে।সকল মসজিদি খুলে দেওয়া উচিত।

  15. #stay_home #stay_safe
    ঘরে থাকুন সামাজিক দুরত্ত বজায় রাখুন।আপনার এবং আমার সতর্ক
    তাই রক্ষা করতে পারে আপনাকে আমাকে
    https://youtu.be/HShPQvHOegU
    ভিডিও টি দেখার অনুরোধ রইলো please watch this video

  16. বাংলাদেশের সবকিছু শুধু আয়োজন, কাজের নয়। সব কিছু সাজানো আর অভিনয়।

  17. LET US COME TO RIGHT SIMPLE WAY, BAN WAR WEAPONS, BAN UNNECESSARY SPACE EXPLORATION, RESCUE THE HUNGRY PEOPLE AND THOSE IN DISTRESS, WITHDRAW BAD CRITICISM OF OTHER RELIGIOUS BELIEVES, MAINTAIN MODESTY, AVOID NUDITY, RESPECT LADIES & CHILDREN, FOLLOW THE MORAL PRINCIPLE, RESPECT & WITHSTAND OTHER RELIGION & PRINCIPLE, PRAY TO ALMIGHTILY CREATOR, SEEK HIS FORGIVENESS, FOLLOW THE RIGHT SIMPLE PATHWAY,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here